প্রকাশিত: Sat, Apr 1, 2023 4:46 AM আপডেট: Mon, Jan 26, 2026 11:31 PM
জুম্মার নামাজের পর পল্টনে বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া
মাসুদ আলম: রাজধানীর পল্টনে জুম্মার নামাজের পর ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিক-পুলিশসহ ১০ জন আহত হন। এ ঘটনায় সংগঠনটির কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে পল্টন থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বাদ জুমা হাজারো আলেম-উলামার অংশগ্রহণে বাইতুল মোকাররামের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, গত ২৭ মার্চ রাতে তারাবিহ নামাজ আদায়ের সময় গুলশানের সুবাস্তু টাওয়ার সংলগ্ন একটি ইসলামি সেন্টার থেকে তিনজন হাফেজ, দুইজন নারী, শিশু ও ওমরা যাত্রীদের গ্রেপ্তার করা হয়। তার অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট